যেকোনো মানুষের জীবনে বিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত আমরা অনেক আশানিয়ে বিয়ের পিঁড়িতে বসি। কিন্তু সবার জীবনে এই বিয়ে নামক অধ্যায়টিসুখের হাওয়া বয়ে নিয়ে আসে না। বিচ্ছেদ ঘটে যায় কিছুদিন যেতে না যেতেই।আসলে এর পেছনে যে কারণগুলো কাজ করে সেগুলো সম্পর্কে আমরা জানার আগেই ঘটেযায় জীবনের বড় একটি সম্পর্কের পরিসমাপ্তি। আর তাই এসব কারণগুলো সম্পর্কেআগে থেকেই আমাদের জেনে নেওয়া উচিত ।সুখী দাম্পত্য জীবন সম্পর্কে কিছুগুরুত্বপূর্ণ সতর্ক সংকেত পাঠকের জন্য দেওয়া হল: ১) অতীত স্মৃতি, নাম...

